• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হোটেল ইন্টারকন্টিনেন্টালে কৃষিমন্ত্রী

সম্পদ বিক্রি করে বিদেশে ছেলে-মেয়েদের পাঠাচ্ছে, এটা অপরাধ

প্রকাশ:  ২২ মে ২০২৩, ২৩:২৯
নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের অনেক সমস্যা রয়েছে। আমাদের আমলাসহ বেশিভাগের মানসিকতার ঠিক নেই। এই যে ডলার সংকট কেন হয়েছে? এজন্য সবার দায় আছে। সবাই বিদেশে টাকা পাঠাচ্ছে। বাড়ি করছে। দেশের সম্পদ বিক্রি করে বিদেশে ছেলে-মেয়েদের পাঠাচ্ছে। এটা একটা অপরাধ।

সোমবার (২২ মে) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিআইপি (শিল্প) সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, পাবলিক সেক্টর কেন লাভজনক হয় না? আমরা বিমান (বিমান বাংলাদেশ) চালাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সিঙ্গাপুরের সবচেয়ে বড় বিমান প্রতিষ্ঠান সরকারের। সেটা বিশ্বেরও বেস্ট সার্ভিস। বাংলাদেশে সরকারের স্টিল মিল দরকার, বড় বড় রিফাইনারি দরকার। এগুলো সরকার এখনো করতে পারে। এখনো বিশ্বের বড় বড় দেশের সরকার লাভজনক প্রতিষ্ঠান চালাচ্ছে। আমরা পারছি না।

এসময় বিশেষ অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হোটেল,ইন্টারকন্টিনেন্টাল,কৃষিমন্ত্রী,অপরাধ,ছেলে-মেয়ে,বিদেশ,সম্পদ,বিক্রি,ড. মো. আব্দুর রাজ্জাক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close