• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢামেকে কারাবন্দি এক হাজতির মৃত্যু

প্রকাশ:  ২৩ মে ২০২৩, ১৭:০৯
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিনতাই মামলায় রাজু (২২) নামে কারাবন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা রাজুকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায়, কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে দুপুর ১টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুভাস চন্দ্র ঘোষ বলেন, বন্দি রাজু ছিনতাই মামলায় বন্দি ছিলো। সে মাদকাসক্ত ছিলো। তার হার্ট এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত ছিল। সে এর আগেও কয়েকবার সে কারাগারে বন্দি ছিলো। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকতো। তার বাবার নাম জামাল। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,ঢামেক,কারাবন্দি,হাজতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close