• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গ্রীষ্মকালীন ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ’ অনুষ্ঠিত

প্রকাশ:  ১৫ জুন ২০২৩, ২২:৩৯
পূর্বপশ্চিম ডেস্ক

চট্টগ্রাম নেভাল একাডেমীতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ।

নৌপ্রধান বলেন, আজকের নবীন কর্মকর্তারা নেভাল একাডেমি থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যৎ কর্মজীবনে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে। সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি। সেইসাথে নৌপ্রধান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে নবীন কর্মকর্তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদেরকে আত্মনিয়োগ করার নির্দেশনা প্রদান করেন।

সম্পর্কিত খবর

    কুচকাওয়াজ শেষে সেরা অফিসারদের হাতে পদক তুলে দেন তিনি। এসময় নৌবাহিনী প্রধান বলেন, এই বাহিনীর সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। খুব শিগগিরি খুলনা শিপইয়ার্ডে নির্মিত চারটি পেট্রোল ক্রাফট নৌবাহিনীর বহরে যুক্ত হবে।

    কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ ও সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপতি কুচকাওয়াজ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close