• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সুনির্দিষ্ট তথ্য ছাড়া পশুবাহী যান থামাতে পারবে না আইনশৃঙ্খলা বাহিনীও

প্রকাশ:  ১৮ জুন ২০২৩, ২৩:৫৪
নিজস্ব প্রতিবেদক

সারা দেশের কোনো সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না এবং সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও কোনো পশুবাহী যানবাহন থামাতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (১৮ জুন) ঈদ-উল-আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ তথ্য জানান আসাদুজ্জামান খান কামাল।

এবার সারা দেশে ৪,৩৯৯টি পশুর হাট বসবে জানিয়ে তিনি বলেন, “সব পশুর হাট ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ওয়াচ টাওয়ার বসাবে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে এসব জায়গায় সিসি টিভি ক্যামেরার মাধ্যমেও মনিটর করা হবে।”

পশুর হাটে জালনোট শনাক্তকরণ মেশিন ও এটিএম বুথ থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, “এবারের ঈদে বাস, ট্রেন ও লঞ্চঘাটে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর লোক থাকবে। এছাড়াও যানবাহনে যাতে ভাড়া বেশি নেওয়া না হয়, সেটি মনিটরিংয়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”

গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “গার্মেন্ট শ্রমিকদের জুন মাসের ১৫ দিনের বেতন এবং ঈদের বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধ করতে মালিকদের বলা হয়েছে। মালিকরাও দিয়ে দেবেন বলে কথা দিয়েছেন। বেতন-বোনাসকে ঘিরে যেন অশান্তি তৈরি না হয় সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।”

পূর্বপশ্চিমবিডি/এসআর

ঈদুল আজহা,স্বরাষ্ট্রমন্ত্রী,যানবাহন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close