• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্দিষ্ট কোনও দলের ব্যাপারে মার্কিন টিমের আগ্রহ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ১৩ জুলাই ২০২৩, ১৬:১৮
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বুধবার (১২ জুলাই) দুই বড় দলের শান্তিপূর্ণ বড় সমাবেশ হয়েছে, সেটা নিয়ে তারা প্রশংসা করেছে। মন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট কোনও দলের ব্যাপারে তাদের কোনও আগ্রহ নাই, তারা শুধু সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।’

বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী।

এ সময় প্রতিনিধি দলের সদস্য দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-সহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়, সেটা তারা দেখতে চান। সেটা নিয়ে আমরা তাদের আশ্বাস দিয়েছি যে, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে সরকার। নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা নেবে। এতে কোনও ঘাটতি থাকবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট কোনও দলের ব্যাপারে তাদের কোনও আগ্রহ নাই, তারা শুধু সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তাই বিএনপি নির্বাচনে আসলো কী আসলো না, এটা নিয়ে তারা কোনও আলোচনা করেননি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে তাদের সঙ্গে। তারা বলেছেন, রোহিঙ্গারা যাতে শিগগিরই মিয়ানমারে ফিরে যেতে পারে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সবসময় পাশে আছে। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়নি, তারা আগ্রহও দেখায়নি।’ তারা শুধু শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা করেননি তারা। তারা কোনও নির্দিষ্ট দলের এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসেননি, এটা পরিষ্কার করে বলেছেন তারা। মার্কিন ভিসানীতি প্রসঙ্গে তারা জানিয়েছেন— এই ভিসা নীতি নির্দিষ্ট কোনও দলের জন্য দেওয়া হয়নি। যারাই সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, তাদের জন্যই এই ভিসানীতি প্রযোজ্য হবে।’

অপর দিকে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও বাংলাদেশ সফরে আসেননি বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি দল। তারা কোনও দলকে উৎসাহিত করছেন না বলেও জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলার বিশেষ কিছু বাহিনীকে তারা যে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে দিয়ে সহযোগিতা করেছে, সেটাও আমি তাদের মনে করিয়ে দিয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close