• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাউজানে নৌকাডুবি: ৩৬ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশ:  ০৯ আগস্ট ২০২৩, ০৯:০৪
পূর্বপশ্চিম ডেস্ক

চট্টগ্রামের রাউজানে বন্যা পরিস্থিতিতে নিজের মৎস্য খামারের অবস্থা দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা শাহেদ হোসেন বাবুর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) ভোর রাতে হালদা নদীর উত্তর মোহরা ছায়ার চর নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় উরকিরচর ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সোহেল এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে হালদা নদীর একটি শাখা খালে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি।

স্থানীয় ইউপি সদস্য কাউসারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাউজানে বন্যা দেখা দেওয়ায় নিজের মৎস্য খামার দেখতে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়ি এসেছিলেন শাহেদ। খামার দেখে সন্ধ্যা ৭টার দিকে একটি নৌকা যোগে শাহেদসহ ৫ জন তীরে ফিরে আসছিলেন। এ সময় একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। সঙ্গে থাকা অপর ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাহেদ স্রোতের টানে ভেসে যান।

তাকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা কাজ করেন। আজ ভোরে বাবুর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

শাহেদ রাউজানের উরকিরচর ইউনিয়নের সমাজসেবক এসএম ইউসুফের বড় ছেলে।

নিখোঁজ,অপমৃত্যু,উদ্ধার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close