• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চট্টগ্রামে বানের পানিতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশ:  ০৯ আগস্ট ২০২৩, ১০:০১
পূর্বপশ্চিম ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় ভারি বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত জুনাইদ ইসলাম জারিফ (২২) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার বাড়ি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ গ্রামে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার তিনি বন্যার পানিতে ডুবে যান। একই দিনে ওই এলাকায় বন্যায় নিখোঁজ আরও একজনের খোঁজ এখনো মেলেনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‍“বিকেলে বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি”

জারিফের স্বজনরা জানান, তাদের এলাকায় সোমবার সন্ধ্যা পর্যন্ত বন্যার পানি ক্রমাগত বাড়ছিল। রাত ২টার দিকে বাবা-মায়ের সঙ্গে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে তিনি স্রোতে তলিয়ে যান। মঙ্গলবার বিকেলে তার মরদেহ পাওয়া যায়।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইউনুস জানান, তার এলাকায় বন্যার পানিতে ডুবে নিখোঁজ আরেক ব্যক্তির খোঁজ এখনো মেলেনি। সোমবার বিকেলে নিখোঁজ হওয়া ওই ব্যক্তির নাম আহসান মিয়া সওদাগর (৪৫)। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা।

বন্যা ও ভূমিধস,নিখোঁজ,ছাত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close