• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদা জিয়ার ওষুধে কিছু পরিবর্তন আনা হয়েছে: চিকিৎসক

প্রকাশ:  ১০ আগস্ট ২০২৩, ১৬:৪৬
পূর্বপশ্চিম ডেস্ক

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেশকিছু পরীক্ষা করা হয়েছে বুধবার। সেই অনুযায়ী মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে।বুধবার রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার স্বাস্থ্যের যেসব পরীক্ষা করানো হয়, তার রিপোর্টের ওপর ভিত্তি করে তার চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয় বলে জানান অধ্যাপক ডা. জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন এ তথ্য জানান।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) বেগম খালেদা জিয়ার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেসব রিপোর্ট নিয়ে সন্ধ্যায় তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড বৈঠকে বসবেন। সেখানে রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ম্যাডামের শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।কয়েকদিন না গেলে তো ওনার শারীরিক অবস্থা নিয়ে কিছু বলা যাবে না।ম্যাডামের চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে।এখন মেডিক্যাল বোর্ড বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান অধ্যাপক ডা. জাহিদ।

    তিনি জানান, ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসব পরীক্ষার জন্য কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

    অসুস্থ খালেদা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close