• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩
পূর্বপশ্চিম ডেস্ক

সিলেটের মিরাবাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণে নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের মধ্যে পাঁচজন সিএনজি পাম্পের কর্মচারী। বাকি চারজন পথচারী।

আহতরা হলেন- রিপন (৩৪), লুৎফুর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রাসিমল (১৮), রুমন (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ফিলিং স্টেশনের কম্প্রেসার রুমের একটি সেফটি বাল্ব বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় কম্প্রেসার মেশিনসহ আশপাশের যন্ত্রপাতিতে আগুন ধরে যায়।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল আহমদ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০-১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) জানান, আহত নয়জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিএনজি,আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close