• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সদিচ্ছা আছে

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০
পূর্বপশ্চিম ডেস্ক

মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাং বলেছেন, বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে তার সরকারের আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। তিনি শিগগিরই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) মিয়ানমারের রাজধানী নেপিদোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি একথা জানিয়েছেন। এদিন মিয়ানমারে নিযুক্ত ঢাকার নতুন রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচয়পত্র গ্রহণ করে চেয়ারম্যান বাংলাদেশ রাষ্ট্রদূতকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান। আলোচনার শুরুতেই জান্তা সরকারপ্রধান মিন অং হ্লাং ড. মো. মনোয়ার হোসেনকে অভিনন্দন জানান এবং উপস্থিত মিয়ানমার সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন

রোহিঙ্গা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close