• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নদী কমিশনের চেয়ারম্যান

মেঘনার বালু উত্তোলনে এক নারী মন্ত্রীর সংশ্লিষ্টতা আছে

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৭ | আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০
নিজস্ব প্রতিবেদক

মেঘনার অবৈধ বালু উত্তোলনকারীদের সঙ্গে চাঁদপুরের একজন নারী মন্ত্রীর সংশ্লিষ্টতা আছে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী।

রোববার (২৪ সেপ্টেম্ব) বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত ‘বাংলাদেশের নদ–নদী: সংজ্ঞা ও সংখ্যা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্য দেন মনজুর আহমেদ চৌধুরী। তিনি বলেন, মেঘনা থেকে এক ব্যক্তি ৬৬৮ কোটি সিএফটি বালু চুরি করেছেন। ওই বালুর আর্থিক মূল্য ৬ হাজার কোটি টাকার বেশি। তাকে ২৬৭ কোটি টাকা রয়্যালটি দেওয়ার কথা বলে তার চুরিকে বৈধতা দেওয়া হয়েছে।

তিনি বলেন, হায়েনারা দল বেঁধে মেঘনায় হামলে পড়েছে। মেঘনা থেকে আবার বালু তোলার চেষ্টা চলছে। এখানে শত শত ড্রেজার দিয়ে বালু তোলা হবে। এতে নদীর ক্ষতি হবে, মাছের ক্ষতি হবে, পরিবেশের ক্ষতি হবে। এদের থেকে নদীকে রক্ষা করা যাচ্ছে না।

কারো নাম উল্লেখ না করে জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান বলেন, চাঁদপুরের এক নারী মন্ত্রীর সঙ্গে এদের সম্পর্ক আছে।

তিনি বলেন, ইজারা দেওয়ার নামে কর্ণফুলী নদী বিক্রি করে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও জেলা পরিষদ জড়িত। সর্বশেষ যুক্ত হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

মনজুর আহমেদ চৌধুরী বলেন, কর্ণফুলী নদী পরিবেশের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। একই সঙ্গে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নদী। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে নদীর জমি খণ্ড খণ্ড করে মেরে ফেলা হচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নদী কমিশন,চেয়ারম্যান,মন্ত্রী,মেঘনা,অবৈধ,বালু,উত্তোলন,নারী,মনজুর আহমেদ চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close