• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৯
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল ‌‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’র উদ্বোধন হবে আগামী ২৮ অক্টোবর। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার আজমপুরের আমির কমপ্লেক্সের পেছনের সড়কে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, ৭ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে। ওই দিন রাজধানীর দিয়াবাড়িতে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের প্রথম টানেলের নামকরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চীনের চায়না কমিউনিকেশনস, কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসিএল) লিমিটেড।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এখন পর্যন্ত কাজের অগ্রগতি সাড়ে ৯৮ শতাংশ। ইতোমধ্যে টানেলের পূর্তকাজ শেষ হয়েছে। বর্তমানে যান্ত্রিক ও বৈদ্যুতিক (ইলেকট্রো মেকানিক্যাল) কাজ চলছে।

টানেল নির্মাণে ব্যয় হচ্ছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। নগরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলা প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক রয়েছে। এর কাজ শেষ হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উদ্বোধন,বঙ্গবন্ধু টানেল,আওয়ামী লীগ,সমাবেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close