• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

‌‘ভারতের শিক্ষা সংস্কৃতির সঙ্গে আরো সুসম্পর্ক চায় বাংলাদেশ’

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০২৩, ০০:৩৯
সিলেট প্রতিনিধি

বাংলাদেশ ভারতের শিক্ষা সংস্কৃতির সঙ্গে আরো সুসম্পর্ক তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ভারত বাংলাদেশের সংস্কৃতি ও ভাষাগত অনেক বিষয়ে মিল রয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ করি আমরা। এতে দুই দেশের সম্পর্ক সুসম্পর্কে রূপান্তরিত হয়। চুলচেরা বিশ্লেষণ করা হয়, দুই দেশের মধ্যে নতুন কিছু করা যায় কিনা।

শুক্রবার (৬ অক্টোবর) সিলেটের একটি হোটেলে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগের ১১তম রাউন্ডের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

গৌহাটি-সিলেট-ঢাকা বিমান চলাচলের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে প্রস্তাব দিতে বলা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সিলেট শিলচর বাস সার্ভিসের বিষয়ে মন্ত্রী বলেন, এক সময় সিলেট শিলচর বাস সার্ভিস ছিলো, আবারো সেই প্রস্তাব করেছি। এটা বাস্তবায়ন হলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরো বেড়ে যাবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ভারতের এমপি ও ত্রিপুরার ডেপুটি স্পিকার রাম প্রসাদ পালা, সাবেক এমপি স্বপন দাসগুপ্ত, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ।

সংলাপে সভাপতিত্ব করেন অসীম কুমার উকিল এমপি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সিলেট,বাংলাদেশ,সম্পর্ক,সংস্কৃতি,শিক্ষা,‌ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close