• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হরতালের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৩, ২৩:৫২
নিজস্ব প্রতিবেদক

যারা হরতালের নামে সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পুলিশের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হাবিবুর রহমান বলেন, হরতাল একটি গণতান্ত্রিক অধিকার। আবার হরতাল না মানাও একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু অনেক দল আছে, যারা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে থাকে। আমাগীকাল রাজনৈতিক দল হরতাল ডেকেছে। যদি হরতালের নামে কেউ সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে, তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

এর আগে দুপুরে রাজধানীতে বিএনপির মহাসমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মহাসমাবেশ চলাকালে রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, ফকিরাপুলসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে পল্টনের নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, দৈনিক বাংলা মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশের এক কনস্টেবল নিহত হন। আহত হন আরো ৪১ পুলিশ সদস্য।

এছাড়াও বিএনপির নেতাকর্মীরা রাজধানীতে একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেই সঙ্গে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে দু’টি অ্যাম্বুলেন্সেও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডিএমপি কমিশনার,নৈরাজ্য,হরতাল,হাবিবুর রহমান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close