• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কক্সবাজারে প্রধানমন্ত্রী

ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলে দিতে রাজি নই

প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৩, ১৩:২২ | আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৩:৪২
কক্সবাজার প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলে দিতে রাজি নই। সরকারের উন্নয়নে গত ১৫ বছরে বদলে গেছে বাংলাদেশ। সড়ক যোগাযোগ ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। রেল সম্পূর্ণ অবহেলিত ছিলো। লাভ-লোকসানের হিসাব না করে এগিয়ে নেয় বর্তমান সরকার।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি দেশের জনগণের জন্য একটা গর্বের দিন।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারাদেশে অগ্নিসংযোগ করে মানুষের ঘড়বাড়ি পুড়িয়ে দিয়েছিলো পাকিস্তানিরা। ধ্বংসের ওপর দাঁড়িয়ে দেশ গড়ার কাজে হাত দিয়েছিলেন জাতির পিতা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কক্সবাজার,প্রধানমন্ত্রী,হাত,ক্ষমতা,লোভ,দেশ,সম্পদ,শেখ হাসিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close