• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন: ডিএমপি

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২৩, ১৩:১০
নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন। বুধবার (১৫ নভেম্বর) রাজধানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফারুক হোসেন বলেন, নাশকতা রোধে নির্দেশনা দেয়া হয়েছে মাঠপর্যায়ে। বাড়ানো হয়েছে নজরদারিও। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে পুরো রাজধানীতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে রাজধানীসহ সারা দেশে ১৮১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করার কথা জানান সংস্থার জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডিএমপি,দমন,কঠোর,নাশকতা,ফারুক হোসেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close