• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রিয়েল টাইম জনশুমারি হওয়া দরকার: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২৩, ১৪:৪১
নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জনশুমারি করার ব্যবধান ১০ বছর থেকে কমিয়ে আনা উচিত। রিয়েল টাইমে জনশুমারি হওয়া দরকার।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও স্বাধীনভাবে কাজ করতে দেয়া দরকার বলেও মনে করেন এম এ মান্নান। একই সঙ্গে প্রতিটি কাজে অপচয় কমিয়ে আনার তাগিদ দেন তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বিতর্কমুক্ত করার চেষ্টা করা হবে।

বিবিএস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

প্রতিবেদনে বলা হয়, দেশের পুরুষ রয়েছে ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন আর নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। দেশে ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১৮৫ জন।

দেশে ১১ বছরে সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তার মধ্যে ঢাকা বিভাগে ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন রয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিকল্পনামন্ত্রী,জনশুমারি,রিয়েল টাইম,এম এ মান্নান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close