• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

রাজধানীতে হরতালের প্রভাব নেই, চলছে যানবাহন

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০২৩, ১৩:১৩
নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ অন্যান্য সমমনা দলগুলোর ডাকা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব নেই রাজধানীতে।

সরেজমিনে রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, মিরপুর ১১, পল্লবী এলাকা ঘুরে দেখা যায়, যানচলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানচলাচলের চাপও বেড়েছে। কোথাও কোথাও যানযটেরও সৃষ্টি হয়েছে।

এছাড়াও সড়কে মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি, সিএনজি ও অটোরিকশা এবং রিকশা চলাচল করছে। পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং দোকানপাট খোলা রয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৯ নভেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌ-পথে ২৪ ঘণ্টার অবরোধ এবং একই দাবিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলার পর সরকারের পদত্যাগের একদফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর থেকে সারা দেশে দুদফায় ৩ দিন হরতাল ও ৮ দফায় ১৬ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

যানবাহন,রাজধানী,প্রভাব,হরতাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close