• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাজার যাত্রী নিয়ে ঢাকা ছাড়লো ‘কক্সবাজার এক্সপ্রেস’

প্রকাশ:  ০২ ডিসেম্বর ২০২৩, ০১:০৭
নিজস্ব প্রতিবেদক

বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) রাত ১১টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের উদ্দেশে এক হাজার ১০ যাত্রী নিয়ে ছেড়ে গেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’।

জানা গেছে, ট্রেনটি সকাল ৭টা ২০মিনিট নাগাদ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। যাত্রাপথে ট্রেনটির মোট সময় লাগবে ৮ ঘণ্টা ৫০ মিনিট।

বেশ কয়েকজন যাত্রী জানান, তারা সন্ধ্যার দিকে স্টেশন এলাকায় আসেন। তারপর থেকে ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করেন।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় সৈকতের শহর কক্সবাজারের আইকনিক রেল স্টেশন থেকে এক হাজার ১০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ‘কক্সবাজার এক্সপ্রেস’। রাত ৯টার দিকে ট্রেনটি ঢাকায় পৌঁছায়। এরপর রাত ১১টায় ট্রেনটি পুনরায় কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করলো।

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া ২ হাজার ৩৮০ টাকা।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় অনলাইন ও কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। বেলা ১১টার মধ্যেই শেষ হয়ে যায় ১, ২ ও ৩ ডিসেম্বরের কক্সবাজার থেকে প্রথম যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনের টিকিট। তিন দিনের টিকিট বিক্রি শুরুর তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।

এর আগে ১১ নভেম্বর কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ঘোষণা দেওয়া হয় ১ ডিসেম্বর থেকে এ রুটে ট্রেন চলাচল করবে

পূর্বপশ্চিমবিডি/এসএম

কক্সবাজার এক্সপ্রেস,ঢাকা,যাত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close