• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার সোনা জব্দ, যাত্রী আটক

প্রকাশ:  ০৭ ডিসেম্বর ২০২৩, ১৫:১৫
নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুবাই থেকে আসা বেসরকারি একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ৬৮৪ গ্রাম ওজনের ৪৯টি সোনার বার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ টিম।

সোনার বারগুলোর বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা জানায়, দুবাই থেকে সকালে ঢাকায় আসা মো. ফজলে রাব্বী নামের এক যাত্রীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার ফ্লাইটের আসন নং ৩২ এফ ও ৩১ এফ এর নিচে রক্ষিত লাইফ ভেস্টের মধ্য থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা ওই দুটি বান্ডেল গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস সোনার বার পাওয়া যায় এবং যাত্রীর কাছ থেকে আরও একটি সোনার বার পাওয়া যায়। মোট ৪৯টি সোনার বারের ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম। যার বাজার মূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।

দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ধারা ২(এস) অনুযায়ী সোনার বারসহ যাত্রীকে আটক করা হয় এবং বিমানবন্দর থানায় যাত্রীকে হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আটক,যাত্রী,জব্দ,সোনা,টাকা,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close