• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দ্বাদশ সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৯৬

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:৩৪
নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থী ১ হাজার ৮৯৬ জন। রোববার (১৭ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিলো আজ। ৬৪টি জেলার রিটার্নিং অফিসার এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর আসনগুলোর রিটার্নিং অফিসার থেকে পাঠানো তথ্য অনুযায়ী মোট মনোনয়ন দাখিলের সংখ্যা ছিলো ২ হাজার ৭১৬, বাছাইয়ে বাতিল হয়েছিলো ৭৩১, আপিল দায়ের করেছিলো ৫৬০টি এবং আপিল মঞ্জুর হয়েছিলো ২৮৬টি ও আপিল নামঞ্জুর হয়েছিলো ২৭৪টি। আজ সারা দেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে ৫টি। প্রার্থিতা প্রত্যাহার শেষে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬টি।

এদিকে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকার প্রার্থী মনোনয়ন দিয়েছিলো আওয়ামী লীগ। সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টিকে ২৬টি আসন এবং ১৪ দলকে ৬ আসন ছেড়ে এসব আসন থেকে নিজেদের নৌকার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে দলটি।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি রাজনৈতিক দলের সবগুলো দলই অংশ নিয়েছিলো। সে সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এক হাজার ৮৬১ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ছিলো ১ হাজার ৭৩৩ ও স্বতন্ত্র ১২৮।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,বৈধ প্রার্থী,ইসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close