• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাবি ক্যাম্পাসে চারটি ককটেল বোমা বিস্ফোরণ

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৪২
পূর্বপশ্চিম ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চারটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে টিএসসি অভিমুখী সড়কের নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও স্যার এ এফ হলের মধ্যবর্তী অংশে একটি মোটরসাইকেল থেকে চারটি ককটেল ছুড়ে মারা হয়। বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হয়। ককটেলের ধোঁয়ায় কিছুক্ষণের জন্য চারপাশ অন্ধকার হয়ে যায়। ককটেল ছুড়ে মারা ব্যক্তিরা দ্রুতই নিউমার্কেটের দিকে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বলেন, “এ এফ রহমান হলের সামনের ফাঁকা রাস্তায় কে বা কারা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এখনো তাদের শনাক্ত করা যায়নি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমান বলেন, “যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হবে।”

এর আগে, গত ১৫ ও ১৮ নভেম্বর ক্যাম্পাসের টিএসসি ও স্মৃতি চিরন্তন চত্বরে পাঁচটি ও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজধানী,ককটেল বিস্ফোরণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close