• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাশকতাকারীদের তথ্য জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৪, ০১:০৮
পূর্বপশ্চিম ডেস্ক

নির্বাচনে কেউ যদি নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়—এমন তথ্য পেলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। তিনি বলেছেন, এমন তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯–কে জানান অথবা কাছের থানাকে জানান। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, বাংলাদেশ পুলিশ জনগণের পাশে আছে।

শনিবার রাত নয়টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সারা দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘দুষ্কৃতকারীরা আট থেকে নয়টি সেন্টারে হঠাৎ কিছু করেছে। বড় ধরনের কোনো কিছু তারা করতে পারেনি। ভোটাররা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আমরা সবাই সতর্ক।’

আইজিপি বলেন, ‘দুষ্কৃতকারীরা তো কোনো কিছু জানিয়ে করে না। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। দেশব্যাপী বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর সামর্থ্য দুষ্কৃতকারীদের আছে বলে আমরা মনে করি না।’

নাশকতাকারীদের ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। তিনি সাংবাদিকদের বলেন, ‘নাশকতাকারীদের বিষয়ে তথ্য দেওয়া হলে ন্যূনতম ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি। তথ্যের গুরুত্ব অনুযায়ী এটা লাখ টাকাও হতে পারে। টাকার পরিমাণ দুই লাখ, তিন লাখের অধিক হতে পারে। তথ্যের গুরুত্ব অনুসারে নাশকতাকারীদের বিরুদ্ধে যারা তথ্য দেবে, তাদের পরিচয় গোপন রাখব।’

আইজিপি বলেন, ‘গাজীপুরে রেললাইনের নাশকতার যে ঘটনাগুলো ঘটে, আমরা সেই রহস্য উদ্ঘাটন করেছি। মাগুরাতে আমরা একজনকে ধরেছি। দুষ্কৃতকারীরা পটকা ফাটিয়ে আতঙ্ক তৈরি, ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে আতঙ্ক তৈরি করতে চেয়েছিল। তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।’

গোপীবাগের বেনাপোল এক্সপ্রেসের আগুনের বিষয়ে আইজিপি বলেন, ‘ইতিমধ্যে আমরা কিছু আসামি গ্রেপ্তার করেছি। তদন্তের স্বার্থে এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আপাতদৃষ্টিতে মনে হয়েছে, ভেতর থেকে ট্রেনে আগুন দেওয়া হয়েছে। তবে নিশ্চিতভাবে বলছি না।’ আইজিপি আরও বলেন, ‘তেজগাঁওয়ে ট্রেনের অগ্নিসংযোগের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর আমরা সবাইকে তা জানাব।’

পুলিশ,আইজিপি,সহিংসতা,নাশকতা,দ্বাদশ সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close