• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্বাচন ভবনে সিইসি

নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২৪, ১৪:৫৬
নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে জাপানের রাষ্ট্রদূতসহ একটি নির্বাচন পর্যবেক্ষক দল সিইসের সঙ্গে দেখা করে এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানায়।

কাজী হাবিবুল আওয়াল বলেন, রাষ্ট্রদূতরা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিলো আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা। তারা জানিয়েছে যে একটা পর্যবেক্ষণমূলক রিপোর্ট প্রদান করবে। তারা বেশ কয়েকটি সেন্টারে গিয়েছিলেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন। পোলিং এজেন্টদের প্রফেশনালিজম ও সুশৃঙ্খল ভোটের সুনাম করেছেন। ভবিষ্যৎ নির্বাচনে যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাসও তারা দিয়েছেন।

তিনি বলেন, রেজাল্ট আসার পর কে কতোটা ভোট পেলো সেটার একটা শতকরা বের করা যায়। ২টা বাজে যখন ঘোষণা দেওয়া হয়, সেটা পুরোপুরি নয়।ফাইনাল রেজাল্ট আসার পর দেখা গেল যে, সেটা ৪১ দশমিক ৮ শতাংশ। এতে যদি কারোর আপত্তি থাকে তাহলে চ্যালেঞ্জ করতে পারেন।

এর আগে রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নির্বাচন ভবন,সিইসি,ভোট,নির্বাচন,শতাংশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close