• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২৯৮ আসনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশ

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২৪, ১৭:২৬ | আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৭:৩৭
নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৯ জানুয়ারি) এ গেজেট প্রকাশ করা হয়।

এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর নির্বাচন নিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিক্রিয়ার জবাবে বলেন, বিদেশিরা কে কি বললো সেদিকে দেখা আমাদের কাজ না। আমরা নিয়মমতো কাজ করার করেছি।

সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে। শপথগ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন।

নিয়মানুযায়ী, গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি সচিবালয়। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রকাশ,গেজেট,আসন,ফলাফল,সরকারি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close