• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তেজগাঁওয়ে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য জানান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশন্স ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি, সংস্থাটির ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

অপর তিন সদস্য হলেন, সহকারী পরিচালক আনোয়ারুল হক, উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম ও তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসির (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় কাজ করে ভোর রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস, এ দুর্ঘটনায় দগ্ধ হয় আরো কয়েকজন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

তদন্ত কমিটি,ফায়ার সার্ভিস,তেজগাঁও,ঘটনা,আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close