• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পিটার হাস ও আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৫২ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৮:২২
নিজস্ব প্রতিবেদক

ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ মঙ্গলবার(১৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে তারা এই বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কীভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সাইবার নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, নতুন সরকারের প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠকে ব্যবসা নিয়ে কথা বলা মানে, দুই দেশের সম্ভাবনার দুয়ার খুলছে। সম্পর্ক আরো সম্প্রসারিত ও ঘনিষ্ঠ হবে।

এছাড়া কীভাবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র জ্ঞানভিত্তিক অংশীদার হতে পারে তা নিয়েও কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

পলক বলেন, যুক্তরাষ্ট্র আমাদের প্রধান উন্নয়ন সহযোগী দেশ। দেশটির সাথে দ্বিপক্ষীয় অনেক বিষয় জড়িত। আমাদের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

পিটার হাস,আইসটি প্রতিমন্ত্রী,বৈঠক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close