• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কলকাতা বইমেলা শুরু হচ্ছে আগামীকাল, আছে বাংলাদেশের ৪৩ প্রকাশনা সংস্থা

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৪, ১৭:৫১
পূর্বপশ্চিম ডেস্ক

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা এবার ৪৭ বছরে পা দিচ্ছে। এই বইমেলা শুরু হচ্ছে আগামীকাল (১৮ জানুয়ারি)। মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা শেষ হবে ৩১ জানুয়ারি।

গতকাল মঙ্গলবার বিকেলে কলকাতায় বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড কলকাতা বইমেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে । গতকালই কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন বিকেলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, এবারের এই কলকাতা বইমেলায় বাংলাদেশের ৪৩টি প্রকাশনা সংস্থা যোগ দিচ্ছে। এর মধ্যে ১০টি সরকারি প্রকাশনা সংস্থা।

কলকাতার সল্ট লেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কের বইমেলার নিজস্ব স্থায়ী প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন বাংলাদেশসহ দেশ-বিদেশের বিশিষ্টজনেরা।

এবারের বইমেলার থিম কান্ট্রি যুক্তরাজ্য। ১৯৯৮ ও ২০১৫ সালেও থিম কান্ট্রি ছিল এই যুক্তরাজ্য।

এবার এই বইমেলায় যোগ দিচ্ছে ১১টি দেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক প্রকাশনা সংস্থা। দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া, জার্মানি।

বইমেলা ময়দানে বইমেলার ও প্রেস কর্নারে আয়োজিত সংবাদ সম্মেলনে গিল্ডের কর্মকর্তারা জানান, গত বছর বইমেলায় ২৬ লাখ বইপ্রেমী বইমেলায় এসেছিলেন। বই বিক্রি হয়েছিল ২৫ কোটি রুপির। বইমেলায় গত বছর ৯৫০টি স্টল হয়েছিল। এবার বেড়ে স্টলসংখ্যা হাজার ছোঁবে।

২০২১ সালের বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মিত হয়েছিল ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণস্থলকে থিম করে। আর গত বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি হয়েছিল ঢাকার বঙ্গভবনের আদলে। আর এবার হচ্ছে ইউনেসকো স্বীকৃত ঢাকার রিকশাশিল্প চিত্রকলাকে থিম করে।

গতকাল কলকাতার উপহাইকমিশনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস, বাণিজ্যসচিব মো. শামসুল আরিফ, প্রেসসচিব রঞ্জন সেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপহাইকমিশনার জানান, এবারে বইমেলায় ‘বাংলাদেশ দিবস’ পালিত হবে ২০ জানুয়ারি। এই বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক সচিব খলিল আহমদ। সম্মানিত অতিথি থাকবেন কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সম্পাদক সুধাংশু শেখর দে। প্রধান আলোচক থাকবেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অধ্যাপক চিন্ময় গুহ, কবি সুবোধ সরকার, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। আর এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

ছবি দিলাম বইমেলা নিয়ে কলকাতায় পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের বইমেলা ময়দানে আয়োজিত সংবাদ সম্মেলনের। ছবি তুলেছেন আমাদের চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জি।

পশ্চিমবঙ্গ,কলকাতা,বইমেলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close