• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংশোধিত শ্রম আইন সংসদের প্রথম অধিবেশনে পাস হবে: আইনমন্ত্রী

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০২৪, ১৫:১৫
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাস হবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে নতুন শ্রম আইন সংশোধন এবং শ্রম অধিকার ইস্যুতে সচিবসহ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আনিসুল হক জানান, শ্রম পরিস্থিতি এবং আইন নিয়ে বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। শ্রম আইন করা হবে বাংলাদেশের বাস্তবতায়। কারখানায় ১০ ভাগ শ্রমিকের সম্মতি নিয়ে ট্রেড ইউনিয়ন করার ধারা যুক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে দাবি, তা করা হবে বাংলাদেশের বাস্তবতায়। কারখানা মালিক-শ্রমিকদের বিষয়টি বিবেচনা করে এটা করা হবে বলে জানান তিনি।

ট্রেড ইউনিয়ন সম্পর্কে আনিসুল হক আরও জানান, সংশোধিত শ্রম আইনে যেই কারখানায় ৩ হাজারের বেশি শ্রমিক আছে, সেখানে ১৫ ভাগ শ্রমিকের সম্মতি এবং ৩ হাজারের কম হলে ২০ ভাগ শ্রমিকের সম্মতির ধারা যুক্ত করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, গত ১১ বছরে বাংলাদেশে শ্রমিকদের কর্মপরিবেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। যেসব বিদেশিরা বাংলাদেশের শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে সমালোচনা করে, তারা না বুঝে বলে। এটি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী,শ্রম আইন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close