• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে ইউরোপের দরজা

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২৪, ১৪:২৬
অনলাইন ডেস্ক

পূর্ব ইউরোপের দেশগুলো বাংলাদেশ থেকে কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।আজ মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ১৪ দেশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানান।

এই সময় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, নতুন সরকারকে অভিনন্দন জানাতে তারা এদেশে এসেছেন।

ওয়াশিংটন পোস্টে ড. ইউনূসকে নিয়ে প্রকাশিত বিবৃতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে এটি একটি বিজ্ঞাপন।

এর আগেও এমন ছাপা হয়েছে। ড. ইউনূসের প্রতি সম্মান রেখে বলতে চাই, বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। তার বিরুদ্ধে সরকার নয় বরং শ্রমিকরা মামলা করেছেন। এর আগেও লবিস্ট ফার্মের মাধ্যমে এমন ধরনের বিজ্ঞাপন ছাপা হয়েছে।

আজ মঙ্গলবার ১৪ দেশের কূটনীতিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা যায়।

রোববার(২৮ জানুয়ারি) ছয় দিনের সফরে ঢাকায় আসেন ১৪ দেশের অনাবাসিক রাষ্ট্রদূত। মূলত ভারতে নিযুক্ত এসব দেশের দূতাবাসের কর্মকর্তারা সফর শেষে ২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন।

দেশগুলো হলো- ভারত, কম্বোডিয়া, হাঙ্গেরি, গাম্বিয়া, চেক রিপাবলিক, জ্যামাইকা, লুক্সেমবার্গ, বতসোয়ানা, মঙ্গোলিয়া, পেরু, স্লোভানিয়া, উরুগুয়ে, ভেনেজুয়েলা, নর্থ মেসিডোনিয়া।

হাসান মাহমুদ,ইউরোপ,পররাষ্টমন্ত্রী,চাকরি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close