• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দল

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২৪, ২২:৪২
পূর্বপশ্চিম ডেস্ক

৮০০ বছরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় দল (এপিপিজি) ভাইস চেয়ারম্যান এবং ইন্দো-ব্রিটিশ বিষয়ক এপিপিজি’র চেয়ারম্যান বীরেন্দ্র শর্মার নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দল।

সোমবার (২৯ জানুয়ারি) প্রতিনিধি দল মন্দির পরিদর্শন ও পুষ্পাজ্ঞলি অর্পণ করেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষে দপ্তর সম্পাদক পরিমল কুমার ভৌমিক স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন সাবেক কনজারভেটিভ মন্ত্রী পল স্কুলি, হাউস অব কমন্স সিলেক্ট কমিটির মেম্বার ফর ফরেন অ্যাফেয়ার্স নিল কোয়েল, বিরোধীদলীয় হুইপ অ্যান্ড্রু ওয়েস্টার্ন ও সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ প্রতিনিধি দলের সঙ্গে মহানগর অতিথি কক্ষে মতবিনিময় কালে মন্দিরের বিস্তারিত ইতিহাস তুলে ধরেন।

ঢাকেশ্বরী মন্দির,যুক্তরাজ্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close