• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুই ঘণ্টা পর সচল মেট্রোরেল

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০০ | আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৯
পূর্বপশ্চিম ডেস্ক

ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ট্রেন চলাচলের ওপরের বিদ্যুতিক লাইন) বিদ্যুৎ সরবরাহ কম থাকায় প্রায় ১১০ মিনিট বন্ধ থাকার পর আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা নাগাদ হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিট পর বিকেল ৪টা ১৫ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, রবিবার দুপুর ২টা ৩৭ মিনিটে পল্লবী স্টেশনে আসার আগে হঠাৎ করে ট্রেনের ভেতরে লাইট ও এসি বন্ধ হয়ে যায়। এর ফলে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রোরেল চলাচল বন্ধের কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস) ভোল্টেজ জিরো হয়ে গিয়েছিল।

তিনি বলেন, “আমাদের কর্মকতারা দীর্ঘসময় চেষ্টা করে বিষয়টি সমাধান করেছেন। ১ ঘণ্টা ৫০ মিনিট পর বিকেল ৪টা ১৫ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।”

এদিকে, চলাচল বন্ধ থাকায় মেট্রোরেলের প্রত্যেক স্টেশনে যাত্রীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন। প্ল্যাটফর্মের নিচ তলা থেকে যাত্রীদের ওঠা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, যাত্রীরা প্ল্যাটফর্মে এক ঘণ্টার বেশি সময় অবস্থান করার কারণে জরিমানার আশঙ্কায় ছিলেন। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ এমআরটি এবং র‍্যাপিড পাসধারীদের বিনা চার্জে ও জরিমানা ছাড়াই বের হওয়ার সুযোগ করে দিয়েছে। আর যারা একক যাত্রার টিকিট কেটেছেন, তাদের টাকা ফেরত দিয়ে দিচ্ছে।

এর আগে সকালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ হওয়ার পর উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

রাজধানী,মেট্রোরেল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close