• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ফরিদা ইয়াসমিন

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১০
নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নরসিংদী থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভবনে প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেন।

আগামী ১৪ মার্চ ভোটের দিন ধার্য করা হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অনেকটা নিশ্চিতভাবেই সংসদে যাচ্ছেন ক্ষমতাসীন দলের এসকল প্রার্থীরা।

এর আগে বুধবার সকালেই গণভবনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হয় মনোনয়ন বোর্ডের সভা। সেখানেই চূড়ান্ত হয় প্রার্থীদের নাম।

১৯৮৯ সালে বাংলার বাণী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন ফরিদা ইয়াসমিন। এরপর ১৯৯৯ সাল থেকে দৈনিক ইত্তেফাকে কাজ শুরু করেন। এখনও তিনি ইত্তেফাকে কাজ করছেন।

২০০১ সালে জাতীয় প্রেসক্লাবের সদস্য হন ফরিদা ইয়াসমিন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফরিদা ইয়াসমিন,সংরক্ষিত নারী আসন,রাজনীতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close