• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মিরপুর ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৬
পূর্বপশ্চিম ডেস্ক

রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাসিন্দারা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সাংবাদিকদের জানান, সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপর ১২টা ৫৭ মিনিটে মিরপুর-১২ এর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবর পান তারা। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ড,ফায়ার সার্ভিস,ঢাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close