• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদে টিকেট কালোবাজারি রোধে চলবে গোয়েন্দা নজরদারি : রেলমন্ত্রী

প্রকাশ:  ১৮ মার্চ ২০২৪, ২০:১৮
পূর্বপশ্চিম ডেস্ক

আসন্ন ঈদে টিকেট কালোবাজারি রোধে গোয়েন্দা সংস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

সোমবার (১৮ মার্চ) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‘সহজডটকমের সঙ্গে মিলে সংস্থাগুলো টিকেট কালোবাজারি রোধে কাজ করবে।’’

তিনি বলেন, ‘‘আমরা এখন প্রতিটি টিকেটের সঙ্গে থাকা মোবাইল নম্বর যাচাই করব। টিকেট বিক্রিতে কোনো অসঙ্গতি থাকলে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।’’

তিনি আরও বলেন, ‘‘বর্তমানে ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এই ধরনের দাবিগুলো নিছক গুজব। যারা গুজব ছড়ায়, ট্রেনে আগুন দেয় এবং রেলের অবকাঠামো ধ্বংস করে, আমরা তাদের সম্পর্কে সচেতন।’’

মন্ত্রীর দাবি এই ধরনের ষড়যন্ত্র বিএনপির কাজ। তিনি বলেন, ‘‘সম্প্রতি গোপীবাগের মর্মান্তিক ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি জড়িত ছিল, যার ফলে প্রাণহানি হয়েছে, যা গোটা জাতি দেখেছে। অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তি স্বীকার করেছে।’’

বাংলাদেশ,রেলওয়ে,ট্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close