• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করেন স্পিকার

প্রকাশ:  ২৩ মার্চ ২০২৪, ২২:৫২
পূর্বপশ্চিম ডেস্ক

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জেনেভার ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং’ এ সভাপতিত্ব করেন।

শনিবার (২৩ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভাতে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির প্রথম দিন এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উদ্বোধনী বক্তব্য দেন। এসময় সভার এজেন্ডাগুলো এবং অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম আইপিইউ অ্যাসেম্বলির মিটিং মিনিটস গৃহীত হয়।

পরবর্তীতে আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররা আলোচনা করেন। এসময় এশিয়ান+৩ গ্রুপ মিটিংয়ের রিপোর্ট উপস্থাপিত হয়। এসময় আইপিইউ'র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন ভাষণ দেন।

সভায় ষষ্ঠ ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার অফ দ্যা পার্লামেন্টের প্রিপারেটরি কমিটির নোমিনেশন দেওয়া হয়। সভাতে এজেন্ডাভিত্তিক সকল সিদ্ধান্ত গৃহীত হয়। বিস্তারিত আলোচনার পর ফিলিস্তিনের গাজাতে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তলব সংক্রান্ত জরুরি আইটেম গৃহীত হয়। সভায় আইপিইউ’র প্রেসিডেন্ট, আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাশিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররাসহ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি, আখতারুজ্জামান এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

এশিয়া প্যাসিফিক,স্পিকার,ড. শিরীন শারমিন চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close