• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদে ঢাকার বাইরে যেতে পারবে না সিটি সার্ভিস বাস

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২৪, ১৭:৪৮ | আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৮:০৮
পূর্বপশ্চিম ডেস্ক

ঢাকা ও এর আশপাশে চলাচল করা সিটি বাসগুলো ঈদের সময় দূরপাল্লার যাত্রী পরিবহনে নামে। এতে মহাসড়কে যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনা বাড়ে। তাই এবারের ঈদ-উল-ফিতরে সিটি সার্ভিস বাসগুলো ঢাকার বাইরে যেতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর পান্থপথ মোড়ে বসুন্ধরা সিটি শপিংমল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। এসব দুর্ঘটনার অর্ধেকের বেশি ঘটছে মোটরসাইকেলের কারণে। তাই এবারের ঈদে পুলিশ সদস্যদের মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ সদস্যদের এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”

এ সময় তিনি দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কগুলোতে ঈদে সবাইকে মোটরসাইকেলে যাতায়াত না করার অনুরোধ জানান।

হাবিবুর রহমান বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন যানবাহন বন্ধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। বাস মালিকদের নিষেধ করা হয়েছে। যারা এসব নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

ডিএমপি,ঈদ-উল-ফিতর,মহাসড়ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close