• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জুমাতুল বিদা আজ, বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২৪, ১৬:৫৭
নিজস্ব প্রতিবেদক

আজ রমজানের শেষ শুক্রবার। মুসলিম উম্মাহর কাছে দিনটি জুমাতুল বিদা নামেও পরিচিত। এটি রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের ইঙ্গিত দিয়ে থাকে। এই উপলক্ষে আজ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।

কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ প্রাঙ্গণসহ আশপাশ।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়। আখিরাতে মুক্তির পাশাপাশি দেশ এবং মুসলিম জাতির শান্তি কামনা, আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধ এবং ফিলিস্তিনি স্বাধীনতা চেয়ে দোয়া করা হয় মহান আল্লাহর কাছে।

এর আগে, বেলা ১১টা থেকেই মুসল্লিরা বায়তুল মোকাররমে আসা শুরু করেন।

দুপুর ১২টার আগেই পূর্ণ হয়ে যায় মসজিদের ভেতরের মূল অংশ। আজানের পর মসজিদের ওপর-নিচ ভরে যায়। নামাজের সময় মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। পাশে খোলা জায়গা এবং মার্কেটের ভেতরে কাতার করে নামাজ আদায় করেন অনেকে।

এসময় অন্যরকম উৎসাহ উদ্দীপনা নিয়ে অভিভাবকদের সাথে জুমা পড়তে আসেন শিশু-কিশোররাও।

বাইতুল মোকাররম,জুমার নামাজ,রমজান,জুমাতুল বিদা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close