• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২৪, ১৯:৫১
নিজস্ব প্রতিবেদক

দেশের আকাশে কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে বুধবার (১০ এপ্রিল) হবে পবিত্র রমজান মাসের ৩০তম দিন।

সেইসাথে শাওয়াল মাস শুরু হবে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল)। অর্থাৎ ওই দিনই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এর আগে পবিত্র ঈদ-উল-ফিতরের চাঁদ দেখতে সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

চাঁদ দেখার মধ্য দিয়ে ইসলামি (হিজরি) ক্যালেন্ডারের শাওয়াল মাসের শুরু হয়। চন্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। যে কারণে পবিত্র ঈদের তারিখ জানার জন্য ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এবার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে প্যান্ডেলের অভ্যন্তরে প্রায় ৩৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র বলেন, যদি জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজন সম্ভব না হয়, তবে বায়তুল মোকাররমে পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে (সকাল ৯টায়)।

ঈদুল ফিতর,রমজান,শাওয়াল মাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close