• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০২৪, ০০:১২
নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এই অস্ত্রোপচার করা হবে।

বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আনু মুহাম্মদ। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এ বিষয়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম বলেন, আগামী সপ্তাহে আনু মুহাম্মদের অস্ত্রোপচার করার প্রস্তুতি নিচ্ছি। তার শারীরিক কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে তার ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে।

দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে গত রোববার সকালে ঢাকায় ফিরছিলেন আনু মুহাম্মদ। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে তার বন্ধু নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফুলবাড়ী থেকে ট্রেনে ওঠেন। খিলগাঁওয়ে পৌঁছানোর পর নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। সে সময় তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়। সকাল ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পায়ের আঙুলে অস্ত্রোপচার করা হয়।

অধ্যাপক আনু মুহাম্মদ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,অস্ত্রোপচার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close