• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ট্রাফিক আইন অমান্য করায় রাজধানীতে ১৫ লাখ টাকা জরিমানা

প্রকাশ:  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫
পূর্বপশ্চিম ডেস্ক
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শুক্রবার (৩১ আগস্ট) দিনভর অভিযানে ১৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।

ডিএমপি’র সূত্রে জানা গেছে, এই অভিযানে ২ হাজার ৯২১টি মামলা করা হয়েছে। এছাড়া অভিযানে ৩০টি গাড়ি ডাম্পিং ও ৫১০টি গাড়ি রেকার করা হয়। ট্রাফিক সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২০৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ২৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য চারটি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাফিক আইন অমান্য করার কারণে ৯৯২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪৯টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় সরাসরি ১২টি মামলা দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ আগস্ট) দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করেছে।

/এসএম

ট্রাফিক আইন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close