• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমি প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ: ভূমিমন্ত্রী

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০১৯, ১৯:৩৫
চট্টগ্রাম প্রতিনিধি

ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এবার সহ তিনবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছেন। আপনারা বিপুল ভোটে বিজয়ী করেছেন ফলে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ।

বৃৃহস্পতিবার (১০ জানুয়ারী ) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, জননেত্রী শেখ হাসিনা যে আস্থা নিয়ে আমাকে মন্ত্রী বানিয়েছেন সেই আস্থা রক্ষা করতে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

    এর আগে বিমান বন্দরে ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ’কে সমাদৃত ভাবে ফুলের অভ্যর্থনা জানানো হয়। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রাম তথা দক্ষিণ জেলা (আনোয়ারা কর্ণফুলী) নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, স্বেচ্চাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    পরে ভূমিমন্ত্রীর বহরটি শত শত গাড়ি নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে এয়ারপোর্ট সড়ক হয়ে চট্টগ্রাম নগরীর সার্সন রোডে নিজ বাস ভবনে পৌঁছান।

    মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর প্রথম চট্টগ্রাম আগমনে প্রিয় নেতাকে বরণ করতে তার নির্বাচনী এলাকা আনোয়ারা-কর্ণফুলীতে বিরাজ করছে উৎসব আমেজ।

    চট্টগ্রাম বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর জন্য এলাকাবাসীর পক্ষ নানা আয়োজন থাকলেও জনদূর্ভোগের কথা চিন্তা করে ভূমিমন্ত্রী নিজেই সংবর্ধনা বা অভ্যর্থনা নিতে অপারগতা জানিয়েছেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে জনগণের কাছে দোয়া চেয়েছেন।

    প্রসঙ্গত, শুক্রবার সকালে আনোয়ারায় গিয়ে জুমার নামাজ আদায়, পিতা বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জেয়ারত, হাইলধর মিয়া হাজী দৌলত (র.) এর মাজার জেয়ারত ও এলাকার বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close