• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের সন্তানরা কিন্ডারগার্টেনে পড়তে পারবে না

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৪০
নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সন্তানদের কিন্ডারগার্টেনে পড়াতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে বলেও জানান তিনি। একই সাথে শিক্ষা খাতের কোন ধরেনের অন্যায়, অনিয়ম সহ্য করা হবে না বলেও হুশিয়ারী দেন প্রতিমন্ত্রী।

তিনি জনান, সরকারি-বেসরকারি প্রতিটি বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তাই শিক্ষকদেরও এ লক্ষ্যে এগিয়ে আসতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তান কিন্ডারগার্টেনে পড়াতে পারবেন না বলে জানান প্রতিমন্ত্রী। যাতে নিজ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করতে আন্তরিক হওয়া যায়।

জাকির হোসেন জানান, আর প্রতিটি স্কুলের লেসন প্লান/ পাঠ দানের সূচি হবে একই রকম। যাতে সব স্কুলে একই সাথে পড়ালেখায় এগিয়ে যায়। এছাড়া দেশের মোট ৬৫ হাজার ৫৮৩ টি স্কুলের প্রতিটিতে স্কাউট গঠন করতে হবে।

পিবিডি/আরিফ

প্রাথমিক ও গণশিক্ষা,প্রতিমন্ত্রী জাকির হোসেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close