• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মহেশখালীতে মিনি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ২২:৫৭ | আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:৫৯
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মিনি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার মাতারবাড়ী সড়কের ভাঙাব্রিজের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

সম্পর্কিত খবর

    নিহতরা হলেন- মাতারবাড়ীর ফুলজান মোরা এলাকার আব্দুল করিমের ছেলে সেকান্দর উদ্দিন (২৮) ও মাঝের ডেইল গ্রামের নাছির উদ্দিনের ছেলে রিমন (২২)।

    জানা যায়, চকরিয়া থেকে একটি মিনিট্রাক মাতারবাড়ী যাচ্ছিল। পথে ভাঙা ব্রিজের কাছে পৌঁছার পর মিনি ট্রাকটি উল্টে গিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ডাম্পারের পাঁচ শ্রমিক গাড়ির নিচে চাপা পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়। সেখানে ঘটনাস্থলে সেকান্দর প্রাণ হারান। অপর গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার ডাম্পারটির মালিক মাতারাবাড়ী দক্ষিণ রাজঘাট এলাকার মৃত তালেব উল্লাহর ছেলে মানিক মিয়া। ডাম্পারটির চালক ছিলেন একই এলাকার ওসমান গণির ছেলে রাসেল।

    মাতারবাড়ীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের উদ্যোগ নেয়া হচ্ছে।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close