• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘সিনহা হত্যার রায়ে প্রমাণিত সরকার আইনের শাসনে বিশ্বাসী’

প্রকাশ:  ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৫ | আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৬
নিজস্ব প্রতিবেদক
ওবায়দুল কাদের

মেজর সিনহা হত্যার রায়ে প্রমাণিত হলো শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আইন সবার জন্য সমান। যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে।

প্রসঙ্গত, সোমবার (৩১ জানুয়ারি) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হয়। এ দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ অদালত বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বরখাস্ত ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে খুন হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। পরে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

পূর্বপশ্চিমবিডি/জেএস

মেজর সিনহা,আওয়ামী লীগ,ওবায়দুল কাদের
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close