• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জবিতে ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়ন সভাপতিসহ আহত ৫

প্রকাশ:  ২২ মার্চ ২০২২, ১৯:০৫
নিজস্ব প্রতিবেদক

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ বাম জোটের ডাকা হরতালে সমর্থনে বামপন্থী ছাত্র সংগঠনের মোর্চা প্রগতিশীল ছাত্র জোটের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহসহ জোটের অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এ ঘটনা ঘটে।

ছাত্র ইউনিয়নের জবি শাখার সাধারণ সম্পাদক খাইরুল হাসান জাহিন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থ জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। এজন্য আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন। তখনই ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে প্রথমে বাঁধা ও পরে হামলা চালায়। এতে ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, ছাত্র ফ্রন্ট নেতা ইভানসহ জোটের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়কে কল করা হলেও তারা ধরেননি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিষয়টি জানা নেই।

পূর্বপশ্চিমবিডি/এসআর/জেএস

ছাত্র ইউনিয়ন,ছাত্রলীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close