• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

প্রকাশ:  ২৬ মার্চ ২০২২, ১৮:৩৫ | আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৮:৪৯
নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে বিএনপি।

শনিবার (২৬ মার্চ) বিকেল তিনটায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর বারোটার পর থেকেই রাজধানীর বিজয়নগর মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের সড়কে লোকে লোকারণ্য হয়ে যায়।

বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভা যাত্রায় যোগ দেন। শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে এসে আবার নয়াপল্টনে এসে শেষ হবে।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার আগে ট্রাকের অস্থায় মঞ্চে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম।

শোভাযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ- দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমসহ দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত আছেন।

পূর্বপশ্চিম- এনই

বিএনপির শোভাযাত্রা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close