• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে সরকার: মন্টু

প্রকাশ:  ১১ মে ২০২২, ১৭:৫৫
নিজস্ব প্রতিবেদক

গণফোরাম সভাপতি মোস্তফা মোহাসীন মন্টু বলেছেন, প্রধানমন্ত্রী থাকেন গণভবনে, তিনি বাজারের পরিস্থিতি জানবেন কী করে? সরকার দেশকে ধীরে ধীরে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে। মূল্য নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, এ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ।

বুধবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার অভিযোগ তুলে এর প্রতিবাদে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, দেশ এভাবে এই রাতের ভোটের সরকার চালালে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের মতো পরিস্থিতি হবার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহসীন রশিদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, কো-চেয়ারম্যান পারভীন নাসির খান ভাসানী ও মহাসচিব আবদুল কাদের।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মোস্তফা মোহাসীন মন্টু,গণফোরাম,সরকার,দেশ,ব্যর্থ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close