• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আ. লীগ কখনো ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেনি: প্রতিমন্ত্রী

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২২, ২২:০৮ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ২২:১০
চাঁদপুর প্রতিনিধি

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, যদি কেউ ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে তাহলে সেটা অবশ্যই অসৎ উদ্দেশ্য। আওয়ামী লীগ এমনটা কখনোই করে না। আওয়ামী লীগ ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেনি কখনো।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের সব ধর্মের লোক বেশি নিরাপদ। কারণ তিনি সাম্প্রতিক সম্প্রীতি বিশ্বাসী। যে যেই ধর্মেরই হোক না কেন, যার যার ধর্ম সঠিকভাবে পালন করার স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যে যেই ধর্মই করেন না কেন সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, ধর্মকে নোংরা কাজে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার। অবশ্যই এগুলো নোংরামি বলে আমি মনে করি। সুতরাং কেউ ভুয়া অ্যাকাউন্ট (ফেক আইডি) খুলে অপপ্রচার যাতে না করে, সেদিকে সবাই নজর রাখবেন। আসন্ন ধর্মীয় উৎসবগুলো যার যার মতে সঠিকভাবে পালন করবেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চাঁদপুর,ড. শামসুল আলম,পরিকল্পনা প্রতিমন্ত্রী,ধর্ম,রাজনীতি,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close