• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজশাহীতে সরকারকে হলুদ কার্ড দেখাবে জনগণ: দুলু

প্রকাশ:  ০১ নভেম্বর ২০২২, ১৬:৩০
রাজশাহী প্রতিনিধি

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর সভায় জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর সভায় জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে। ১০ ডিসেম্বর ঢাকায় দেখাবে লাল কার্ড। লাগাতার আন্দোলনে এই সরকার কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবে না।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাজশাহীর জনসভার পরদিন চট্টগ্রামে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যালেঞ্জ থাকলো, পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের সভার তুলনায় বিএনপির রাজশাহী সভায় লোক সমাগম অনেক বেশি হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপি নেতারা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাজশাহী,রুহুল কুদ্দুস তালুকদার দুলু,বিএনপি,জনগণ,সরকার,হলুদ কার্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close